Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএন বাংলা গোল্ডকাপ সেমির লাইনআপ চূড়ান্ত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতার সেমিফাইনাল লাইনআপ চুড়ান্ত হয়েছে। রোববার চার দল বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড শেষ চার নিশ্চিত করলেও গতকাল তারা খেললো সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে তা নির্ধারণের জন্য। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচে নৌবাহিনী ৩-০ গোলে সেনাবাহিনীকে হারিয়ে ‘খ’ গ্রæপ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের রাসেল মাহমুদ জিমি, ফরহাদ আহমেদ শিটুল ও রিমন কুমার ঘোষ একটি করে গোল করেন। একই ভেন্যুতে অন্য ম্যাচে  ঢাকা  জেলা সাডেন ডেথে ৫-৪ গোলে ঢাকা শিক্ষা বোর্ডকে হারিয়ে ‘ক’ গ্রæপ সেরা হয়। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমিমাংসিত ছিলো। ঢাকা জেলার পক্ষে মাহবুব ও রুবেল এবং শিক্ষা বোর্ডের হয়ে আশরাফুল আলম ও শাওন শেখ একটি করে গোল করেন। সাডেন ডেথে ঢাকা জেলার ইকবাল গোল করলেও ব্যর্থ হন ঢাকা শিক্ষা বোর্ডের প্রিন্স। আজ টুর্নামেন্টের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না। আগামীকাল দু’টি সেমিফাইনাল টার্ফে গড়াবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে নৌবাহিনী খেলবে ঢাকা শিক্ষা বোর্ডের বিপক্ষে। বিকাল ৪টায় দ্বিতীয় সেমিতে চ্যাম্পিয়ন ঢাকা জেলার মুখোমুখী হবে সেনাবাহিনী। পরের দিন স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ