Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশকে ভোগাবে কন্ডিশন’

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

এমনিতেই আয়ারল্যান্ড সফরে শীতের তীব্রতা, বৃষ্টি আর অব্যবস্থাপনায় নাজেহাল বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে আত্মবিশ্বাস যোগাতে এই সফরটির দিকেই তাকিয়ে মাশরাফি-সাকিবরা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও ব্যাটিং ‘অনুশীলনটা’ ভালোভাবেই সেরে নিয়েছেন সাকিব-তামীম-মাহমুদউল্লাহরা। তবে মূল প্রতিযোগীতা বেশ কঠিন হবে বলেই সতর্ক করে দিলেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ। তার মতে বাংলাদেশকে ভোগাবে কÐিশন। স¤প্রতি এক সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে কথা বলতে গিয়ে এমন অভিমত ব্যক্ত করেন তিনি। টুর্নামেন্টের ফেভারিটদের নিয়ে আলোচনা করার সময় বাংলাদেশ প্রসঙ্গে হগ বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সংগ্রাম করবে। সেখানে এই কাজটা তাদের জন্য অনেক কঠিন হবে।’
এদিকে শিরোপা জয়ের তালিকায় নিজের দেশের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হিসেবে রাখছেন হগ। তার মতে, ‘অস্ট্রেলিয়া শিরোপা জয়ের যোগ্যতা রাখে। ভারতও অনেক প্রতিযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকাও তালিকায় থাকবে।’
ইংল্যান্ডের পরিবেশে খেলতে সাধারণত অভ্যস্ত নয় উপমহাদেশের দলগুলো। তার মধ্যে বাংলাদেশ ইউরোপের কন্ডিশনে তুলনামূলক বেশিই নাজুক। যদিও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে চলমান ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ