Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রি-কোয়াটারে পূর্ব মাদারবাড়ি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবলে প্রথম পর্বের ৫৬টি ম্যাচ শেষে ২০টি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল নকআউট পর্বের খেলায় পূর্ব মাদারবাড়ি প্রি-কোয়াটার ফাইনালে উঠেছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে পাথরঘাটা ওয়ার্ডকে হারায়। আক্রমণভাগের খেলোয়াড় জসিম উদ্দিন গোল দু’টি করে। দু’দলের মধ্যেকার এ ম্যাচটিতে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে খেললেও দ্বিতীয়ার্ধে এ গোল দু’টি হয়। প্রথম গোলের দেখা পায় খেলার ৪৩ মিনিটে। এ সময় ডানপ্রান্ত থেকে সায়মনের মাইনাস করা বল বক্সে জটলা থেকে প্লেসিং শটে জসিম গোল করে (১-০)। ৭৪ মিনিটে জসিম একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে আরো একটি গোল করে জয় নিশ্চিত করে (২-০)। উল্লেখ্য, অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে খেলা শেষে ১৮টি দল প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ