Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মিরের মুসলিমদের সংখ্যালঘু বানাতে অপচেষ্টা করছে ভারত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের জনসংখ্যায় পরিবর্তন আনতে চেষ্টা করছে বলে জাতিসংঘে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে এ অভিযোগ করে দাবি করা হয়, কাশ্মিরে মুসলমানদের সংখ্যালঘুতে পরিণত করা এবং জাতিসংঘের নজরদারিতে গণভোট বানচালের আগাম লক্ষ্যে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। এতে ভারত অধিকৃত কাশ্মীরের জনসংখ্যায় পরিবর্তন আনার লক্ষ্যে নয়াদিল্লির সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে কাশ্মিরের অনাবাসীদেরকে স্থায়ী আবাসিক সনদ প্রদান, ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে ভূমি বরাদ্দ, অ-কাশ্মিরিদের জন্য ভূমি বরাদ্দ, কাশ্মিরি পÐিতদের জন্য আলাদা উপশহর গড়ে তোলা এবং পশ্চিম পাকিস্তান থেকে যাওয়া শরণার্থীদের কাশ্মিরে বসতি স্থাপনের কথা বলেছেন সারতাজ আজিজ। চিঠিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় কাশ্মিরের মানবিক পরিস্থিতি আরো দুঃখজনক পর্যায়ে চলে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে ভারত অধিকৃত কাশ্মিরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্টের অবসান এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরতে পারে বলেও চিঠিতে দাবি করা হয়েছে। পার্সটুডে, ওয়েবসাইট।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ