Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভরি কোস্টের দুই শহরে চলছে ব্যাপক গোলাগুলি

বোনাসের দাবিতে সেনাবাহিনীর সদস্যদের বিদ্রোহ

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইভরি কোস্টের বৃহত্তম দুই শহর আবিদজান ও বুয়েকে ব্যাপক গোলাগুলি চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বোনাসের দাবিতে দেশব্যাপী সেনাবাহিনীর সদস্যদের চার দিন ধরে চলা বিদ্রোহ দমনে গতকাল সোমবার সামরিক বাহিনীর অভিযানের মুখে দু’পক্ষের গোলাগুলি শুরু হয়। গত রোববার বিদ্রোহের প্রধান কেন্দ্র বুয়েকের দিকে অগ্রসর হতে শুরু করেছিল সরকারের অনুগত সেনারা। কিন্তু এদিন দিবাগত রাতে শহরটিতে থেমে থেমে গুলির শব্দ শোনা যেতে থাকে। পরে আবিদজানের সামরিক শিবিরগুলোতেও গোলাগুলি শুরু হয়। ভোরের আগে দুটি শহরেই গোলাগুলি তীব্র হয়ে ওঠে। গতকাল সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় কোকোয়া উৎপাদন অঞ্চলের প্রধান শহর দালোয়াতেও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। আবিদজানে প্রেসিডেন্টের প্রাসাদ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছের এক বাসিন্দা টেলিফোনে বলেন, আমি কালাশিনিকভ রাইফেল ও একটি ভারী অস্ত্রের গুলির শব্দ শুনছি। ভোর প্রায় ৫টার দিক থেকেই তীব্র গোলাগুলি শুরু হয়। আবিদজানের আরেক বাসিন্দা জানিয়েছেন, বিদ্রোহী সেনারা পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় সেনা ছাউনি থেকে বের হয়ে রাস্তায় ব্যরিকেড স্থাপন করে, তারা শহরের পূর্বাংশের প্রধান সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। অপরদিকে বুয়েকের এক বাসিন্দা টেলিফোনে বলেছেন, শহরের উত্তর দিকের প্রবেশ মুখে এবং শহরের কেন্দ্রস্থলে ব্যাপক গোলাগুলি চলছে। পরিস্থিতি একটু শান্ত হলেও এখনও গুলির শব্দ পাচ্ছি আমরা। শহরটির দ্বিতীয় আরেক বাসিন্দাও শহরজুড়ে গোলাগুলি চলছে বলে নিশ্চিত করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ