Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নেপালে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালে দুই দশক পরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশ নিয়েছে প্রায় ৪৯ লাখ ভোটার। দেশটির গণতন্ত্রের পথে এই নির্বাচনকে মাইলফলক বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত রবিবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল পাঁচটায়। দেশটির নির্বাচন কমিশন প্রধান আয়ুধি প্রসাদ জানান, ৭১ শতাংশ ভোটার উপস্থিতি ছিল নির্বাচনে। ব্যালট বাক্সগুলো হেলিকপ্টারের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফল কবে জানা যাবে সে বিষয়ে নিশ্চিত করে বলেননি তিনি। ২৮৩ মিউনিসিপালে মেয়ার, ডেপুটি মেয়র, ওয়ার্ড চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার পদে প্রায় ৫০ হাজার প্রার্থী এই নির্বাচনে লড়ছেন।  ১৯৯৭ সালে দেশটিতে সর্বশেষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আর দেশটিতে স্থানীয় নির্বাচন হয়নি। ২০০৬ সালে ১০ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে। হিন্দু রাজতন্ত্র থেকে সেকুলার গণতন্ত্রে রুপ নিতে শুরুকরে দেশটি। এর মধ্যেই পালাবদল হয় ৯টি সরকারের। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ