মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন দেশটির সমাজে বিদ্যমান বিভেদ দূর করার প্রতিশ্রæতি দিয়ে শক্তিশালী ফ্রান্স গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সমাজে বিদ্যমান বিভাজন ও ভাঙন অবশ্যই কাটিয়ে উঠতে হবে। ফ্রান্স এ পর্যন্ত যা ছিল তার চেয়ে শক্তিশালী এক ফ্রান্সকে বিশ্বের ও ইউরোপের দরকার, যে ফ্রান্স স্বাধীনতা ও সংহতির জন্য উঁচু গলায় কথা বলতে পারবে। রানঅফ ভোটে অনায়াস জয় পাওয়ার এক সপ্তাহ পর ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে এসব কথা বলেন, ইমানুয়েল ম্যাকরোন। রাজধানী প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক সম্পন্ন হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তিনি বলেন, তার প্রশাসনের আমলে শ্রম বাজার নমনীয় করে তোলা হবে, কোম্পানিগুলোকে কার্যকর করার জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে এবং প্রেসিডেন্ট হিসেবে তার পদক্ষেপের মূলে থাকবে নতুন ধ্যানধারণা। ম্যাকরোনর ঘনিষ্ঠ একটি সূত্র গত রোববার জানিয়েছে, আজ মঙ্গলবার নতুন সরকার গঠন করা হবে। ৭ মে মধ্যপন্থি স্বতন্ত্র প্রার্থী ম্যাকরোন প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে ৬৬ শতাংশ ভোট পেয়ে কট্টরপন্থি প্রার্থী মারিন লো পেনকে পরাজিত করেন। এর আগে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেননি ম্যাকরোন। মাত্র এক বছর আগে তার মধ্যপন্থি রাজনৈতিক আন্দোলন এগিয়ে যাও-এর পথচলা শুরু হয়। বিদায়ী প্রেসিডেন্ট ওলন্দের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেছেন ম্যাকরোন। গত পাঁচ বছর ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন ওলন্দ। তার ক্ষমতার পুরো সময়টি বেকারত্বের উচ্চহার ও ধারাবাহিক সন্ত্রাসী হামলার মোকাবিলা করেছে ফ্রান্স। দিগি¦জয়ী বীর নেপোলিয়নের পর ৩৯ বছর বয়সী ম্যাকরোন হলেন দেশটির সবচেয়ে তরুণ নেতা। ম্যাকরোনর অভিষেককে কেন্দ্র করে প্যারিসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।