Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ফিফটিতে নিউজিল্যান্ড ২৮৯

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২৯০ রানের চ্যলেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে পঞ্চাশোর্ধো রানের ইনিংস খেলেন জর্জ ওয়ার্কার (৮৯ বলে ৫০), রস টেইলর (৬০ বলে ৫২) ও নেইল ব্রæম ৬৩ বলে ৭৯)। এর আগে উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রঞ্চি ও কেন উইলয়ামসনের অনুপস্তিতিতে দলের নেতৃত্বে থাকা টম লাথামের পঞ্চাশোর্ধো উদ্বোধনী জুটিতে ভালো সুচনা পায় কিউইরা। দুটি করে উইকেট নেন টিম মার্তাগ ও বেরি ম্যাকার্থি।
জবাবটা অবশ্য ভালোই দিচ্ছে স্বাতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্তু ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ৯২ রান করেছে আইরিশরা। নেইল ওব্রিয়েন ৩৪ ও অ্যান্ডি বালবির্নি ২৩ রানে ব্যাট করছেন। ৩০ ওভারে তখনও প্রয়োজন ১৯৮ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ