Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ চারের আশা জিইয়ে রেখেছে আর্সেনাল

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শীর্ষ চার আর সেই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়ার আশাÑ দুটোই টিকে রইল আর্সেনালের। তবে নিজেদের কাজ ঠিকমত করার পাশাপাশি আর্সেন ওয়েঙ্গারকে এখন তাঁকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ব্যর্থতার দিকে। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে গানারদের অবস্থান এখন তালিকার পাঁচে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চারে লিভারপুল। অলক্ষে থেকে ওয়েঙ্গারের লড়াইটা মূলত এই দুই দলের বিপক্ষেই।
পরশু স্টোক সিটিকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়ে শেষ চারের সম্ভবনা বাঁচিয়ে রাখে আর্সেনাল। স্কোরলাইন সহজ জয়র কথা বললেও ৪২ মিনিট পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয় তাদের। এরপর জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন অলিভার জিরুদ। স্কোরবোর্ডে নাম লেখান মেসুত ওজিল ও অ্যালিক্সেস সানচেসও। টানা ছয় ম্যাচ পর স্টোকের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো গানাররা। এতকিছুর পরেও মন ভরেনি গানার সমর্থকদের। এদিনও ওযেঙ্গারের বিরুদ্ধে তাদের কন্ঠ ছিল সরব। গ্যালারিতে ‘ওয়েঙ্গার আউট’ লেখা ব্যানার প্লাকার্ড তো পাগলা সমর্থকদের হাতে শোভা পাচ্ছিলই সাথে প্রতিবাদের অভিনব এক পন্থা অবলম্বন করে তারা। স্টোকের বেট৩৬৫ স্টেডিয়ামের উপর চক্কর দিতে থাকে একটা বিমান। যার লম্বা সুতোয় লেজের মাথায় লেখা ছিল ‘ওয়েঙ্গার-আউট মিনস আউট!!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ