পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা জঙ্গি সুমাইয়া খাতুনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর আদালতে সুমাইয়াকে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, সুমাইয়াকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন তার ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
তবে আদালতের বিচারক সাইফুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সুমাইয়াকে নিয়ে যান। গতকাল থেকেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারে।
গত বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর সুমাইয়ার বাবা, মা, ভাই, বোন ও বহিরাগত এক জঙ্গি আত্মঘাতি বোমার বিস্ফোরণে নিহত হয়। এরপর দুই শিশু সন্তানকে নিয়ে সুমাইয়া আত্মসমর্পণ করেন। সুমাইয়ার ৮ বছরের ছেলে জুবায়েরকে তার চাচার জিম্মায় দেওয়া হয়েছে। তবে তিন মাসের মেয়ে আফিয়া সুমাইয়ার সঙ্গেই থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জঙ্গি অভিযানের ঘটনায় গত শনিবার ৮ জঙ্গির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করে পুলিশ। এরপরই এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জঙ্গি সুমাইয়াকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। এ সময় পুলিশের একজন নারী সদস্য সুমাইয়ার শিশু কন্যাকেও আদালতে নিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।