Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে ঢাকা জেলা-সেনাবাহিনী

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ঢাকা জেলা ও বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনলে ঢাকা ১৬-০ গোলে ময়মনসিংহ জেলাকে বিধ্বস্ত করে শেষ চারের টিকিট কাটে। বিজয়ী দলের মাকসুদ আলম হাবুল চারটি, মাহবুব হোসেন তিনটি, রায়হান উদ্দিন দু’টি এবং রুবেল, সিহাব, ইকবাল, আফসার, রাব্বি সালেহীন, ইমতিয়াজ ও রাকিন একটি করে গোল করেন। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী টাইব্রেকার সাডেন ডেথে ৭-৬ গোলে হারায় বিকেএসপিকে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। পাঁচটি শুরু আউটের মধ্যে  ৫ টি করে শুটআউটে দু’দলই তিনটি করে গোল করে। পরে সাডেন ডেথে জয় নিয়ে মাঠ ছাড়ে সেনাবাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ