Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই দিনের সফরে বেইজিংয়ে পুতিন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গতকাল রোববার দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। অনুষ্ঠেয় ওয়ান বেল্ট, ওয়ান রোড আন্তর্জাতিক ফোরামে যোগ দিতে তিনি এ সফর করছেন। বিমানবন্দর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাসরি ন্যাশনাল কংগ্রেস সেন্টারের দিকে রওয়ানা হন। বেইজিং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং ও জাতিসংঘের মহাসচিব অন্টোনিও গুতেরেসের সঙ্গে তিনিও বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন। এছাড়াও এতে জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনসহ প্রধান প্রধান আন্তর্জাতিক সংগঠনের নেতারাও অংশ নিচ্ছেন। তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ