Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাবুলে ২ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার সকালের ব্যস্ততম সময়ে বোমা হামলায় দুই সরকারি কর্মী নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মাকরোইয়ান-এ-আওয়ালে একটি মিনিবাসে পেতে রাখা দেশি বোমার বিস্ফোরণ ঘটে। বাসটিতে নগরীর পানি সরবরাহ বিভাগের কর্মীরা ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এলাকাটিতে কয়েকটি সরকারি অফিস ও আবাসিক ভবন রয়েছে। এই হামলার পর পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ