Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম দফায় অস্ত্র জমা দিয়েছে ১২ ফার্ক সদস্য

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

প্রথম দফায় অস্ত্র জমা দিয়েছে ১২ ফার্ক সদস্য
ইনকিলাব ডেস্ক : প্রথমবারের মতো অনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করেছেন একদল ফার্ক সদস্য। জাতিসংঘের পর্যবেক্ষকরা জানান, অর্ধশতক ধরে চলমান সংঘর্ষ বন্ধে যে শান্তি চুক্তি সই করা হয়েছে, তার আওতায় অস্ত্র জমা দিয়েছেন কলম্বিয়ার বিদ্রোহীরা। এক মিশনের আওতায় অস্ত্র জমা নেয়ার মাধ্যমে বিদ্রোহী গ্রæপ রেভুলিউশনারি আমর্ড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিচ্ছে জাতিসংঘ। চলতি মাসের ১ তারিখ অস্ত্র জমাদান কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এর সময়সীমা বাড়িয়েছে জাতিসংঘ। ফার্ক সদস্যরা অস্ত্র জমাদানের জন্য নির্ধারিত কেন্দ্রগুলোয় আসতে বিলম্ব করায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, প্রথম দফায় অস্ত্র জমাদানের মাধ্যমে ১২ জন ফার্ক সদস্য সাধারণ জীবনে প্রবেশ করেছে। এ ঘটনাটি বাকি বিদ্রোহীদের অস্ত্র জমাদানের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উদ্বুদ্ধ করবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ