Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটার রাব্বির রুপা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ  ইসলামী সলিডারিটি গেমস। এ আসরের শুটিং ডিসিপ্লিনে সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ শুটার রাব্বি হাসান মুন্না। গতকাল বাকু শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রাব্বি ২৪৫.৫ স্কোর গড়ে রৌপ্যপদক জয় করেন। তার ছয় সিরিজের স্কোর ছিল ১২২.৬, ১৪২.৭, ১৬২.৮, ১৮৩.৬, ২০৫.০ ও ২২৫.৫।  ২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টে স্বর্ণপদক জেতেন তুরস্কের ওমর আকগুন। আর ২২৪.১ স্কোরে ব্রোঞ্জপদক জেতেন উজবেকিস্তানের সাইদখন সাইফুদ্দিনভ। রাব্বি রুপা জিতলেও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক কৃতি শুটার আবদুল্লাহেল বাকী। ১৮১.২ স্কোর করে তিনি পঞ্চমস্থান পান। সময়টা ভালো যাচ্ছে না দেশের অন্যতম সেরা শুটার বাকীর। ২০১৪ সালে গøাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের হয়ে একমাত্র পদকটি জিতেছিলেন তিনি। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতে চমক দেখিয়েছিলেন। ব্যারি বারডন শুটিং কমেেপ্লক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল শুটঅফে ২০২.১ পয়েন্ট স্কোর করেছিলেন তিনি। ওই আসরে ২০৫.৩ স্কোরে ভারতের অভিনব বিন্দ্রা স্বর্ণ এবং ১৮২.৪ স্কোর করে ব্রোঞ্জপদক জিতেছিলেন ইংল্যান্ডের ড্যানিয়েল। গেল ক’বছরে এটাই বাকীর সেরা সাফল্য। এরপর আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। একাধিক ব্যর্থতায় হতাশার জš§ দিয়েছেন তিনি। গত বছর রিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ড নিয়েই খেলতে গিয়েছিলেন আবদুল্লাহেল বাকি। ওয়ার্ল্ড শুটিং এবং এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপেও ব্যর্থ তিনি। শুধু তাই নয়, নিজের তেমন উন্নতিও দেখাতে পারেননি। সেই ধারাবাহিকতা বজায় ছিল ইসলামী সলিডারিটি গেমসেও। খুব একটা সুবিধা করতে পারেননি এখানেও। বাকু শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২৩ জন প্রতিযোগি বাছাই পর্বে অংশ নেন। ৬২৪ পয়েন্ট স্কোর করে রাব্বি হাসান মুন্না দ্বিতীয় হয়ে এবং ৬২৪.৩ স্কোরে ষষ্ঠ হয়ে ফাইনালে কোয়ালিফাইং করেন বাকী। রাব্বি চমক দেখালেও ফাইনাল রাউন্ডে ব্যর্থ হন কমনওয়েলথ গেমসের রুপা জয়ী বাকী। অন্যদিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৪১০.৪ স্কোর গড়ে ষষ্ঠ হওয়া আতকিয়া হাসান দিশা ফাইনালেও ষষ্ঠ হয়েছেন। বাছাইয়ে হতাশ করেছেন বাংলাদেশের আরেক শুটার মাহফুজা জান্নাত জুঁই। ৪০৫.৪ স্কোর গড়ে ১৪তম হয়ে তিনি পদকের লড়াই থেকে ছিটকে পড়েন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ