Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সোহেলের হ্যাটট্রিক

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবলে গোসাইলডাঙ্গা গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এ দলটি ৫-০ গোলে দক্ষিণ কাট্টলীকে হারিয়ে মাঠে গোলের বন্যা বইয়ে দেয়। তাদের সোহেল করেছে হ্যাট্রিক। ফ্লাডলাইটে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে অন্য গ্রæপ থেকে চকবাজারও গ্রæপ চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ পতেঙ্গার বিরুদ্ধে ১-৩ গোলে জয়লাভ করে। উল্লেখ্য, ১০টি গ্রæপে বিভক্ত হয়ে ৩৬টি ওয়ার্ডের অংশগ্রহণের মধ্য থেকে এ আন্তঃওয়ার্ড ফুটবলে গ্রæপ চ্যাম্পিয়ন ও রানার্স আপসহ ২০টি দল দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়ার কথা। আপাতত পাহাড়তলী, পূর্ব মাদারবাড়ি, পাথরঘাটা, উত্তর কাট্টলী, জামালখান, চান্দগাঁও, দেওয়ানবাজার, পাঠানটুলী, পূর্ব ষোলশহর, এনায়েত বাজার, বাগমনিরাম, উত্তর পতেঙ্গা, দক্ষিণ আগ্রাবাদ, রামপুরা, লালখান বাজার ও উত্তর আগ্রাবাদ দ্বিতীয় রাউন্ডে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ