Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নবীন মেলা টেবিল টেনিস

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে শুরু হচ্ছে এডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হবে ১৮ মে। গতকাল নবীন মেলা ক্লাবের সভাপতি জামাল উদ্দিন বাবুল জানিয়েছেন এ তথ্য। ১৮ মে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। টেবিল টেনিস ফেডারেশন ও সিজেকেএস’র সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে পুরুষ (দলগত), পুরুষ (একক), বালক (একক) এবং মহিলা (একক)। টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান, বিকেএসপি, অরুনিমা ক্লাব, গ্রীন পয়েন্ট সিটি ক্লাব, রংপুর, নড়াইল, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার জেলাসহ দেশের নামকরা ক্লাবের খেলোয়াড়রা অংশ নিবেন। এছাড়াও টেবিল টেনিস ফেডারেশনের টপ র‌্যাঙ্কিং বালক ও বালিকা এবং নারী দল অংশ নিচ্ছে। ২০ মে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ