Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস : দেলোয়ার চ্যাম্পিয়ন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতার পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদী টেনিস ক্লাবের দেলোয়ার হোসেন। তকাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আসরের ফাইনালে দেলোয়ার ৬-৪ ও ৬-০ সেটে আমেরিকান ক্লাবের আরিফ হোসেনকে হারিয়ে শিরোপা জেতেন। এছাড়া পুরুষ দ্বৈতে ইঞ্জিনিয়ার রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ও এলিট টেনিস একাডেমির ফরুক হোসেন জুটি ৬-৪ ও ৬-১ সেটে আমেরিকান ক্লাবের আরিফ হোসেনও মিলন হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। খেলা শেষে বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ ও সুইস কোয়ালিটি পেপার (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এএফএম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ