Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনী ও ঢাকা বোর্ড সেমিফাইনালে

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতার শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে নৌবাহিনী ৫-১ গোলে বিমান বাহিনীকে হারিয়ে সেমিফাইনালে উঠে। বিজয়ী দলের কৃষ্ণ কুমার দু’টি এবং রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও রোমান সরকার একটি করে গোল করেন। বিমান বাহিনীর পক্ষে আশিক মাহমুদ এক গোল শোধ দেন। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা শিক্ষা বোর্ড ৫-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। ঢাকার দেবাশীষ দু’টি এবং প্রমোদ দেওয়ান, শাওন শেখ ও পরিমল মার্ডি একটি করে গোল করেন। পুলিশের হয়ে এক গোল শোধ দেন মাহফুজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ