Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

উৎসবের মঞ্চ সাজাচ্ছে পাকিস্তান

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মিসবাহ-ইউনিসের বিদায়ী টেস্ট। প্রিয় সতীর্থের বিদায়টা রাঙিয়ে রাখার ঘোষণা দিয়েই মাঠে নেমেছিল খেলোয়াড়রা। একটু একটু করে সেই মঞ্চই সাজিয়ে চলেছে তারা। ব্যাটিংয়ে ভাবি অধিনায়ক আজহার আলীর পর বোলিংয়ে বিধ্বংসী রুপে দেখা দিলেন মোহাম্মাদ আব্বাস। সিরিজের শেষ টেস্টে ১২৯ রানের লিড পেয়ে গেছে পাকিস্তান। চলতি সিরিজেই অভিষেক হওয়া পেসার আব্বাস একাই নেন ৫ উইকেট। ৫ উইকেটে ২১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওভারে বাকি ৫ উইকেটে ২৯ রান যোগ করতেই গুটিয়ে যায়। তখনও মধ্যাহ্ন বিরতির ঘন্টা খানেক বাকি।
স্বাগতিকদের হয়ে ৭ ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও ইনিংস টেনে লম্বা করতে পারেননি কেউই। কিছুটা ভিন্ন সুরে কথা বলে কেবল রস্টন চেইসের ব্যাট। তাকেও ব্যাক্তিগত ৬৯ রানে ফেরান আব্বাস, সরাসরি বোল্ড করে। অধিনায়ক জেসন হোল্ডার অপরাজিত ছিলেন ৩০ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন কাইরন পাওয়েল। ৪৬ রানের খরচায় ৫ উইকেট নেন আব্বাস। ২৭ বছর বয়সী ডানহাতি পেসারের ক্যারিয়ারে এটি প্রথম ৫ উইকেট শিকার। এছাড়া ইয়াসির শাহ ৩ উইকেট।
পাকিস্তান ১ম ইনিংস : ৩৭৬। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১১৫ ওভারে ২৪৭ (ব্রেথওয়েট ২৯, পাওয়েল ৩১, হেটমায়ার ১৭, হোপ ২৯, চেইস ৬৯, ভিশাল ৮, ডাওরিচ ২০, হোল্ডার ৩০*; আমির ১/৩২, আব্বাস ৫/৪৬, ইয়াসির ৩/১২৬, হাসান ০/২২, আজহার ১/১৫)।
*প্রথম ইনিংস শেষে পাকিস্তান ১২৯ রানে এগিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ