Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘাতপূর্ণ এলাকায় নাগরিক সুরক্ষায় বাংলাদেশের ৫ দফা

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : সংঘাতপূর্ণ এলাকার সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘে পাঁচ দফা সুপারিশ করেছে বাংলাদেশ। গত মঙ্গলবার নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে ‘সশস্ত্র সংঘাত থেকে সাধারণ নাগরিকদের সুরক্ষা’ শীর্ষক এক সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এসব সুপারিশ উপস্থাপন করেন।
সুপারিশগুলো হচ্ছে- নিরাপত্তা পরিষদ ও শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা; নিরাপত্তা পরিষদ, সংঘাতে জড়িত পক্ষ ও শান্তিরক্ষী নেয়া দেশের মধ্যে রাজনৈতিক সমর্থন স্থাপন; সুরক্ষা নিশ্চিতকারী পক্ষ সম্পর্কে অস্পষ্টতা দূর করা; সংঘাতপূর্ণ এলাকার নারী ও শিশুদের প্রতি সহিংসতা শূন্যে নামিয়ে আনতে প্রচার বাড়ানো এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন বাস্তবায়নে সবদেশ ও সংস্থার আরও মনোযোগী হওয়া।
সভায় ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিরা নাগরিক সুরক্ষায় জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রতিবেদনের ওপর মতামত দেন। তারা বিশ্বব্যাপী সাধারণ নাগরিকের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় জাতিসংঘকে ‘জিরো টলারেন্স’ দেখানোর আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘাতপূর্ণ এলাকায় নাগরিক সুরক্ষায় বাংলাদেশের ৫ দফা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ