বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা উত্তর সংবাদদাতা : দেশে এখন গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার ও মানুষের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার। তিনি বলেন, দেশÑজাতি ও সমাজে এক অজানা অস্থিরতা বিরাজ করছে। চারিদিকে খুন, মামলা, গ্রেফতার আর দখল দারিত্ব চলছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে সোচ্ছার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমকে আনোয়ার বলেন, এই তৃণমূলের নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে জনগনের সকল অধিকার আদায় করতে হবে। এমকে আনোয়ার গতকাল শুক্রবার সকালে কুমিল্লাÑ২আসনের তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিতাস উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক তপন ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সেক্রেটারী মো. আক্তারুজ্জামান সরকার, জেলা নেতা মোয়াজ্জেম হোসেন সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তিতাস বিএনপির সেক্রেটারী সালাউদ্দিন সরকার, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, আলী হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি ভূইয়া, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুলু সিকদার, যুবদল সভাপতি তোফায়েল হোসেন ও ছাত্রদল সভাপতি মনির হোসেন ভূইয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।