Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা :  সিরাজগঞ্জের তাড়াশে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে আপন ছোট ভাই নিহত ও অপর ছোট ভাই আহত হয়েছেন। নিহত রহমত আলী (৩২) মহিষলুটি গ্রামের মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত তার অপর ভাই মোহাম্মদ আলী (৩৬)কে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে তাড়াশ উপজেলার মহিষলুটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মহিষলুটি গ্রামের মজিবর রহমানের তিন ছেলে নুর ইসলাম, মোহাম্মদ আলী ও রহমত আলীর মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পরে সীমানা নির্ধারণের জন্য আমিন ও মাতব্বরদের ডাকা হয়। এ সময় বড় ভাই নুর ইসলামের সাথে ছোট ভাই মোহাম্মদ আলী ও রহমত আলীর কথা কাটাকাটির এক পর্যায়ে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে যোগ দেয় নুর ইসলামের দুই ছেলে হাসান আলী ও হাসমত আলী। এ অবস্থায় শাবল-খন্তা ও হাসুয়া নিয়ে ছোট দুই ভাইয়ের উপর উপুর্যপুরি আঘাত করে নুর ইসলাম ও তার দু’ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান রহমত। গুরুতর আহতবস্থায় অপর ভাই মোহাম্মদ আলীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তÍুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ