Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার এক হাজার কম্পিউটার আক্রান্ত

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বব্যাপী চালানো এবারের সাইবার হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি রাশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় এক হাজার কম্পিউটার আক্রান্ত হয়েছে। গত শুক্রবার রাশিয়ার স্বরাষ্ট্র ও অন্যান্য মন্ত্রণালয়সহ দেশটির সবচেয়ে বড় ব্যাংক, সেরব্যাংক সাইবার হামলার শিকার হয়। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রায় এক হাজার কম্পিউটার সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। তবে এ হামলায় তাদের গোপন কোনও তথ্য হ্যাকিংয়ের শিকার হয়েছে কিনা তা জানানো হয়নি ওই বিবৃতিতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ