Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলুচিস্তানে বোমা হামলায় ২৫ জন নিহত

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের বেলুুচিস্তান প্রদেশে এক শীর্ষ আইনপ্রণেতাকে লক্ষ্য করে পরিচালিত বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪২ জন। গতকাল জুমা নামাজের পর বেলুচিস্তানের মাস্তুং এলাকায় একটি মসজিদের পাশে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, আহত মানুষের চাপে মাস্তুং সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে অন্যান্য হাসপাতাল থেকে বাড়তি ডাক্তার তলব করা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট জানান, তাদের হাসপাতালে এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারির জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে তার গাড়িবহর লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে কোয়েটায় চিকিৎসাধীন আব্দুল গফুর হায়দারি জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি রাজনৈতিক দলের মহাসচিব। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই দলটির নেতাকর্মী বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
আব্দুল গফুর হায়দারি পাকিস্তানভিত্তিক সামা টিভি’কে বলেন, ‘আমি বেঁচে আছি। আল্লাহ আমার জীবন বাঁচিয়েছেন। আকস্মিকভাবে এ হামলা চালানো হয়েছে। গাড়ির জানালার ভাঙা কাচে আমি আঘাত পেয়েছি। আহত হলেও আমি নিরাপদে আছি। গাড়ির চালক এবং আমার পেছনে বসা লোকজন গুরুতর আহত হয়েছেন।’
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত নয়  পুলিশ। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ