Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকু-ে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সীতাকু- (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকু-ে শিপব্রেকিং ইয়ার্ডে এয়ারকুলার চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কুমিরায় ও ডব্লিউ ডব্লিউ নামক ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. শফিকুল ইসলাম সিকদার (৩৪)। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার গঙ্গানন্দনপুর গ্রামের বাদল সিকদারের পুত্র। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত জনৈক মহসিন বাদশার মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামক জাহাজ ভাঙা উঠোনের ফিটার মিস্ত্রি শফিকুল ইসলাম জাহাজ থেকে একটি এয়ার কুলার নামানোর কাজ করছিলেন। ভারি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রটি তার দিয়ে বেঁধে ঝুঁকিপূর্ণভাবে জাহাজের উপর থেকে নামানোর সময় হটাৎ তারটি ছিঁড়ে গেলে যন্ত্রটি তার শরীরের উপর পড়ে। এতে তার দেহের কোমর থেকে নিম্মাংশ সম্পূর্ণরুপে থেথলে গিয়ে গুরুতর আহত হন তিনি। উপস্থিত শ্রমিকরা তাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নিয়ে গেলে রাতে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীতাকু-ে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ