Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা নগরীতে নোটিশপ্রাপ্ত ২৫ ভবনের ১টিতে পার্র্কিং চালু

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে ঃ নোটিশপ্রাপ্তির তিন মাসের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকায় নির্মিত বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ও আবাসিক ভবনের ২৫ মালিকের মধ্যে মাত্র একজন বেইজমেন্টের পার্কিংস্থল থেকে ব্যবসায়িক অংশ অপসারণ করে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছেন। নগরীর নজরুল এভিনিউ এলাকায় আড়ং শো-রুমের একাংশ ভেঙ্গে পাকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়ায় জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল আড়ং কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে নোটিশপ্রাপ্ত বাকি ২৪ ভবন মালিক বেইজমেন্ট থেকে ব্যবসায়িক কার্যক্রম সরিয়ে নিতে এবং যেসব ভবনের বেইজমেন্টে পাকিংয়ের ব্যবস্থা রাখা হয়নি সেখানে তা চালুর বিষয়ে কুসিক মেয়রের কাছে সময় চেয়েছেন।
বেইজমেন্টের পার্কিংস্থল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেয়ায় এবং কিছু ভবনে পার্কিং ব্যবস্থা না রাখায় ২৫ ভবন মালিকের কাছে গত বছরের ১ ডিসেম্বর নোটিশ পাঠান কুসিক মেয়র মো: মনিরুল হক সাক্কু। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে বেইজমেন্টের পার্কিংস্থল থেকে ভাড়া দেয়া ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ এবং ২৫ ভবনের বেইজমেন্টে পার্কিং চালুর নির্দেশ দেয়া হয় নোটিশে। নির্দেশ অমান্যকারি ভবন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেন মেয়র সাক্কু। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে ২৫ ভবন মালিকের মধ্যে কেবল নজরুল এভিনিউ এলাকায় অবস্থিত আড়ং শো-রুমের একটি অংশ থেকে ব্যবসায়িক কার্যক্রম সরিয়ে সেখানে পার্কিং ব্যবস্থা চালু করে। গত ১৮ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা আইন-শৃংখলা কমিটির সভায় নগরীর বহুতল ভবনের বেইজমেন্ট থেকে সিটি কর্পোরেশনের নোটিশের পরও ব্যবসা প্রতিষ্ঠান সরানো হচ্ছে না বলে বিষয়টি উত্থাপন করেন জেলা পরিষদ প্রকাশক আলহাজ্ব মো. ওমর ফারুক। তিনি বলেন, যানজটমুক্ত নগরী গড়তে হলে বেইজমেন্টে পার্কিং ব্যবস্থা থাকতে হবে। কিন্তু দীর্ঘদিনেও নগরীর অধিকাংশ ভবনের বেইজমেন্ট থেকে ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হচ্ছে না। জেলা পরিষদ প্রশাসকের এ বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘ইতিমধ্যে আড়ং শো-রুমের একটি অংশ ভেঙ্গে পার্কিং ব্যবস্থা করা হয়েছে। নোটিশের নির্দেশ মেনে পার্কিং ব্যবস্থার উদ্যোগ নেয়ায় আড়ং কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। পাশাপাশি নোটিশ পেয়েছেন এমন ভবন মালিকরা যাতে পার্কিং ব্যবস্থা চালু করেন তা গুরুত্বের সাথে দেখার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি’।  
এদিকে নোটিশ পাওয়ার পরও বেইজমেন্ট থেকে ভবন মালিকরা ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করছে না প্রসঙ্গে কয়েকদিন আগে মেয়র মনিরুর হক সাক্কুর সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন, বহুতল ভবনের বেইজমেন্টে পার্কিং ব্যবস্থা রাখেনি এধরণের ২৫টি বাণিজ্যিক ও আবাসিক ভবন চিহ্নিত করে দুই/আড়াই মাস আগে নোটিশ দেয়া হয়েছিল। আড়ং শো-রুম ছাড়া বাকিরা সময় চেয়েছে। আমরা অনেক সময় দিয়েছি। নগর উন্নয়ন কাজ নিয়ে সবার ব্যস্ততার কারণে বিষয়টি একটু নিরব রয়েছে। শেষবারের মতো ভবন মালিকদের সুযোগ দেয়া হচ্ছে। পরবর্তীতে পার্কিং ব্যবস্থা চালু না করলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।  
তারমধ্যে নজরুল এভিনিউতে ব্র্যাক বেসরকারি জনকল্যান প্রতিষ্ঠান (আড়ং শো-রুম) কর্তৃপক্ষ নোটিশের আদেশ মেনে তাদের শো-রুমের একটি অংশ ভেঙ্গে পার্কিং ব্যবস্থা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমিল্লা নগরীতে নোটিশপ্রাপ্ত ২৫ ভবনের ১টিতে পার্র্কিং চালু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ