নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় মার্সেল-বিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই। সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গতকাল টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন ২-০ গোলে এসএ টিভিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে শাহরিয়ার ও আতিক একটি করে গোল করেন। খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন শাহরিয়ার। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় সেমিতে চ্যানেল আই ২-১ গোলে আরটিভি কে হারিয়ে ফাইনালে ট্রিবিউনের সঙ্গী হয়। রুহুলের গোলে আরটিভি এগিয়ে গেলেও আরিফের দু’গোলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় চ্যানেল আই। ম্যাচ সেরার পুরস্কার পান বিজয়ী দলের আরিফ। অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, জাতীয় ব্যাডমিন্টন দলের তারকা শাটলার এনায়েত উল্লা খান ও এলিনা খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।