Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

তবুও ভারতে খেলতে প্রস্তুত পাকিস্তান!

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত কয়ক বছর ধরে পাক-ভারত ক্রিকেট ম্যাচ সিমাবদ্ধ কেবল কথার লড়াইয়ে। পাকিস্তানের দিক থেকে একের পর এক সবুজ সংকেত এলেও আইনি জটিলতার অজুহাতে সিরিজ খেলতে সম্মত হয়নি ভারত। আবারো একটি সবুজ সংকেত দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, নিরাপত্তা হুমকি থাকা সত্তে¡ও বোর্ড একটি সিরিজ খেলতে পাকিস্তান দলকে ভারত পাঠাতে প্রস্তুত।
তবে পাকিস্তান চাইলে কি হবে ভারত নাকি দেশের মাটিতেও পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি নয়। এমনটিই জানান শাহরিয়ার, ‘ভারতে খেলতে আমরা  প্রস্তুত। কিন্তু ভারতীয় বোর্ড (বিসিসিআই) তাদের দলকে আমাদের বিপক্ষে এমনকি তাদের দেশেও খেলতে দিতে রাজি নয়।’ গত পরশু করাচির প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি আরো বলেন, ‘এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) ক্রিকেট বিশে^ ভারত-পাকিস্তান সিরিজকে সবচেয়ে গুরুত্বপুর্ন মনে করে।’ পিসিবি চেয়ারম্যান আরো বলেন,‘ তাদের মত আমরাও আমাদের সুচি রাখব। তবে ভারতের বিপক্ষে সিরিজ না খেললে আমাদের রাজস্ব ক্ষতিগ্রস্থ হয়।’ এজন্য কদিন আগে ক্ষতি পূরণের জন্য বিসিসিআইকে একটি চিঠিও দেয় পিসিবি। কিন্তু এখন পর্যন্ত এর জবাব মেলেনি। -বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ