Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা!

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতি বর্গকিলোমিটার এলাকায় বসবাস করেন ৪৪ হাজার ৫০০ মানুষ। আর এ জন্যই ঢাকার নামের সঙ্গে এ তকমা লেগেছে। জাতিসংঘের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে ইউএন হ্যাবিটেট। সংগৃহীত তথ্য একেবারে নির্ভেজাল দাবি করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে ঘনবসতির দিক দিয়ে বিশ্বের এক নম্বর অবস্থানে আছে ঢাকা। এ তালিকায় রয়েছে এশিয়ার আরো কিছু শহর। যেমন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ম্যানিলা ও সিঙ্গাপুর। প্রশাসনিক শহরকে তার সন্নিহিত এলাকাগুলোর সঙ্গে তুলনা করে জনঘনত্বের এ হিসাব করা হয়েছে। কিন্তু অন্য হিসাবে ফল কিন্তু ভিন্ন দেখা গেছে। জাতিসংঘেরই ডেমোগ্রাফিক ইয়ারবুকে শুধু ‘সিটি প্রোপারের’ জন্য ডাটা সন্নিবেশিত হয়েছে। এ হিসাবে বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ম্যানিলা। ইউরোপীয় দেশগুলোতে এর কাছাকাছি রয়েছে প্যারিস, এথেন্স ও বারসেলোনা। ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হলো বারসেলোনা। উত্তর আমেরিকায় সবচেয়ে ঘনবসতির শহর হলো নিউ ইয়র্ক। আর অস্ট্রেলিয়ায় রয়েছে সিডনি। ‘হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ডস ডেনসেস্ট সিটি’ শীর্ষক প্রতিবেদনে গার্ডিয়ান আরো লিখেছে, স্বাভাবিকভাবেই শহরগুলো হয় ঘনবসতির। বিভিন্ন গ্রæপের মানুষ তাদের হাতের নাগালে সব পাওয়ার আশায় শহরে ছুটে আসেন। এখানে তাদের সুরক্ষা রয়েছে। আছে পারস্পরিক সুযোগ সুবিধা। এক সঙ্গে সব প্রয়োজন মেটানো যায়। বিশ্ব জনসংখ্যার তাই শতকরা ৫০ ভাগের বেশি এখন নগরবাসী। জনঘনত্ব সাধারণত নির্ধারণ করা হয় কোন নির্দিষ্ট ভূখÐে বসবাসকারী মানুষের সংখ্যাকে এর আয়তন দিয়ে ভাগ করে। এরই ভিত্তিতে বর্তমানে পৃথিবীপৃষ্ঠে ৭০০ কোটি মানুষকে ভূ-আয়তন দিয়ে ভাগ করে দেখা যায়, প্রতি বর্গকিলোমিটার এলাকায় মোটামুটি ৫০ জন মানুষ বসবাস করছেন। বিশ্বের পাহাড়ি, মরুময় অথবা অন্য যেকোন রকম ভূখন্ডে যদি তাকাই তাহলে একজন থেকে তার প্রতিবেশীর দূরত্ব প্রায় ১৫০ মিটার। এক্ষেত্রে বিশ্বে একটি শহরের সীমানা নির্ধারণে কোনো আন্তর্জাতিক গ্রহণযোগ্য সংজ্ঞা নেই। তাই শহরে বসবাসকারী মানুষের ঘনত্ব বের করা হয়েছে শহরের উপকূলের তুলনায় প্রশাসনিক শহরের তুলনা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ