Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ মে নোয়াখালী সুপার মার্কেট চালু হচ্ছে

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে বহুল প্রত্যাশিত নোয়াখালী সুপার মার্কেট আগামী ১৫মে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চালু হচ্ছে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে নোয়াখালী সুপার মার্কেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সোয়া একর ভূমির উপর নির্মিত পাঁচ তলা বিশিষ্ট নোয়াখালী সুপার মার্কেটে ৫৩৫টি কক্ষে ব্যবসায়ীরা দেশী বিদেশী পণ্যের পসরা সাজিয়েছে। পশ্চিমা আদলে নির্মিত মার্কেটটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত,ক্যাপসুল লিফট, এস্কেলেটর, সিসিটিভি, সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা বলয়সহ ক্রেতাদের সর্বাধিক নিশ্চিত করা হয়েছে ।
নোয়াখালী সুপার মার্কেটে দেশী বিদেশী পণ্য সামগ্রী, সুপার চেইন শপ, শিশু পার্ক,ফুড কোর্ট, বিভিন্ন ব্রান্ড কোম্পানী, চাইনিজ, বিদেশী খাবার হোটেল, অত্যাধুনিক মসজিদ ও ব্যাংক শাখা রয়েছে। নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যান সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নোয়াখালী সুপার মার্কেটটিকে দেশের তৃতীয় শপিংমল হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালে মার্কেটের নির্মাণ কাজ শুরু হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মুন্সী আহাম্মদ উল্লা এরপর মৌলভী নুরুল হুদা ও পরে আলহাজ¦ বদিউল আলম দায়িত্ব পালন করেন। বর্তমান সভাপতি মো. ইউনুছ ও সাধারন সম্পাদক ইকরাম উল্যাহ ডিপটি’র নেতৃত্বে মার্কেটটি পূর্ণাঙ্গ রুপ লাভ করে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সাধারন সম্পাদক ইকরাম উল্যাহ ডিপটি ২০১০ সাল থেকে অদ্যবধি দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তার নেতৃত্ব এবং সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সুবাদে বিশাল প্রকল্পটির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবিষয়ে ইকরাম উল্যাহ ডিপটি জানান, সমিতির প্রতিটি সদস্যের সহযোগীতা এবং অক্লান্ত শ্রমের বিনিময়ে নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে বিশাল শপিং কমপ্লেক্সটি স্থাপিত হয়েছে। নোয়াখালী জেলা শহরে বিশাল মার্কেট কমপ্লেক্সটি স্থাপিত হওয়ায় জেলার মর্যাদা আরো বৃদ্বি পেয়েছে। তিনি আরো বলেন, বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার ক্রেতা সাধারন চহিদা অনূযায়ী সূলভ মূল্যে এখান থেকে দেশী বিদেশী পন্য সামগ্রী ক্রয় করতে পারবে।



 

Show all comments
  • sofiq ১৩ মে, ২০১৭, ১২:৩৯ পিএম says : 1
    It's a very good news for Noakhali
    Total Reply(0) Reply
  • abu faiz bulbul ১৬ মে, ২০১৭, ৯:১৪ পিএম says : 0
    আমি খুসি হলাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

৫ অক্টোবর, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ