প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: একজন সুপারস্টারের কাজ শুধু দর্শকদের বিনোদিত বা আমোদিত করা নয়, বাস্তব জীবনেও তাকে অনেক মানবিক গুণাবলী সম্পন্ন হতে হয়। আমরা যদি বিশ্বের নামী-দামী সুপারস্টারদের দিকে তাকাই তবে দেখব, তারা পর্দার বাইরেও বিভিন্ন মানবিক কাজে নিজেদের নিয়োজিত করেছেন। তারা মানবদরদী হয়ে উঠেছেন। আমাদের দেশের চলচ্চিত্রে এমন মানবিক গুণাবলী সম্পন্ন সুপারস্টার খুব কমই আছেন, যারা স্বেচ্ছায় মানুষের পাশে, মানবিকতার পাশে দাঁড়ান। এদিক থেকে সুপারস্টার হিসেবে অনন্ত জলিল নিজেকে ব্যতিক্রম করে তুলেছেন। তিনি একজন সুপারস্টারই নন, সুপারস্টারের যেসব মানবিক গুণাবলী থাকতে হয়, তার সবই তিনি ধারণ করে আছেন। যে কোনো মানবিক কাজের পাশে নিজেকে সম্পৃক্ত করতে দ্বিধা করেন না। যেখানেই মানবসেবার সুযোগ রয়েছে, সেখানেই তিনি হাজির হন। এমনকি নিজে উদ্যোগী হয়ে সে কাজে যুক্ত হন। ইতোমধ্যে তার এমন অনেক নজির রয়েছে, যেখানে মানবতার সেবায় তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যন্ত গ্রামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একাধিক সন্তানের অসহায় পিতা-মাতার পাশে দাঁড়িয়ে নিজ খরচে বিদেশ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রম, এতিম খানা এবং আরও দাতব্য সংস্থা গঠন করে প্রতিনিয়ত অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। অনন্ত জলিলের এই অসামান্য উদ্যোগ ও মানবতাবোধ তাকে সত্যিকার অর্থে একজন সুপারস্টারে পরিণত করেছে। এই সুপারস্টার এবার ক্যান্সারে আক্রান্ত চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরীর পাশে দাঁড়ালেন। জুটন চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন। বিষয়টি অনন্ত অবগত হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। জুটন চৌধুরীর ছোট ভাই সুজন চৌধুরীর হাতে তিনি এক লাখ টাকার চেক তুলে দেন। অনন্ত বলেন, চলচ্চিত্র সাংবাদিকরা আমাদেরই অংশ এবং পরিবার। তারা আমাদের খবর সংগ্রহ করে মানুষের সামনে তুলে ধরেন। দর্শকের সামনে তুলে ধরতে চলচ্চিত্র সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের একজনই যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খবর হন, তাহলে তা আমাদের মর্মকে স্পর্শ করে যায়। জুটন চৌধুরী তেমনই এক সাংবাদিক। আমি মনে করি, তার পাশে দাঁড়ানো আমাদের মতো তারকাদের নৈতিক দায়িত্ব। মানুষ হিসেবেও সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো উচিত। আমি বিষয়টি উপলব্ধি করেই তার পাশে দাঁড়িয়েছি। আমি শুধু চলচ্চিত্রবাসীকেই নয়, যারা দেশের সামর্থ্যবান তাদের প্রত্যেককেই জুটন চৌধুরীর পাশে দাঁড়ানোর আহŸান জানাচ্ছি। তিনি বলেন, আমি আমার পরিচিত বন্ধু-বান্ধবদেরও আহŸান করছি জুটন চৌধুরীর পাশে দাঁড়াতে। সুজন চৌধুরীর অ্যাকাউন্ট নং- ০১১৩৪০০৬০৭৯, ব্যাংক এশিয়া, তাড়াইল শাখা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।