Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার ঝাউগড়া গ্রাম সংলগ্ন সুতারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী (৭) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঝাউগড়া গ্রামের রাশিদ মিয়ার কণ্যা লাইলী আক্তারকে বিগত  ৬ বৎসর পূর্বে নোয়াখালী জেলার বাসিন্দা জনৈক মোস্তফার মিয়ার নিকট বিয়ে হয়। লাইলী ৩ মাসের গর্ভবতী থাকাকালীন সময়ে প্রায় ৫ বৎসর পূর্বে মোস্তফা সড়ক দুঘটনায় মারা যায়। এরপর থেকে লাইলী বাবার বাড়ীতে থাকাকালীন সময়ে শিশুটির জন্ম হয়।  পরবর্তীতে লাইলীর অন্যত্র বিয়ে হয়ে গেলে শিশুটি ঝাউগড়া গ্রামে নানা নানীর বাড়ীতে লালিত পালিত হচ্ছিল।  গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাড়ীর পার্শ্ববর্তী নদীর পাড়ে খেলতে গেলে একই গ্রামের জনৈক উছেন আলীর পুত্র হৃদয় মিয়া (১৮) শিশুটিকে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী প্রতিবন্ধী বকুল মিয়ার বাড়ীর পার্শ্বে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে উলঙ্গ অবস্থায় উদ্বার করে। এসময় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে অবস্থায় তাকে নান্দাইল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ব্যাপারে শিশুটির নানী সখিনা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণ

২৫ নভেম্বর, ২০২১
১৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ