মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইন্টারনেটে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল এক মার্কিন কিশোর। একটি পোস্ট রিটুইটের সংখ্যায় মার্কিন টিভি স্টার এলেন ডিজেনারেস এবং কিম কার্দাশিয়ানকে হারিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী এই কিশোর। অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার থেকে সামান্য পিছিয়ে আছে এখনো। কার্টার উলকারসন নামে কিশোরটি টুইটারে এই চ্যালেঞ্জ শুরু করে গত ৫ এপ্রিল। ফাস্টফুড চেইন ওয়েন্ডির কাছে প্রশ্ন ছিল- এক বছর ফ্রিতে চিকেন নাগেট পেতে চাইলে কতোগুলো রিটুইট লাগবে? ওয়েন্ডির অ্যাকাউন্ট থেকে জবাব আসে, ১ কোটি ৮০ লাখ! তারা যে হেঁয়ালি করেছিল তা স্পষ্ট। কিন্তু কার্টার বলে দেয়, ঠিক আছে, ধরে নাও হয়ে গেছে। অথচ তখন টুইটারে তার ফলোয়ারের সংখ্যা মাত্র ১৫০। কার্টার তার ১ কোটি ৮০ লাখ টার্গেটের অনেক পেছনে এখনো। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।