মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার পরে এবার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে জয়ের জন্য জোর প্রস্তুতি শুরু করেছেন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোন। এজন্য পার্লামেন্টের ৫৭৭ আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪২৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে তার উদারপন্থী রাজনৈতিক দল অঁ মার্চ। তালিকা বিশ্লেষণে দেখা যায়, সমতার ভিত্তিতে এবং প্রচলিত রাজনীতির বাইরে থেকে আসা ব্যক্তিদের সমন্বয়ে তিনি ফরাসি পার্লামেন্ট গড়তে চান। বর্ষীয়ান রাজনীতিকদের বদলে গুরুত্ব দিচ্ছেন বয়সে তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিদের। ম্যাকরোনের পার্লামেন্ট সদস্যের তালিকায় বর্তমান এমপিদের মধ্য থেকে মাত্র ২৪ জন জায়গা পেয়েছেন। তারা সবাই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সোস্যালিস্ট পার্টির হয়ে দায়িত্ব পালন করছেন। তালিকার ৫২ শতাংশই সুশীল সমাজের প্রতিনিধি। আছেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, আইনজীবী, পুলিশ, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তালিকার প্রায় অর্ধেকই নারী। তাদের অধিকাংশেরই রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই। ম্যাকরোন ফ্রান্সের সবচে কম বয়সী প্রেসিডেন্ট। তাই তার দলের মনোনয়নের তালিকায় দেখা গেছে তরুণদের প্রাধান্য। প্রার্থীদের গড় বয়স ৪৬। সবচে কম বয়সী প্রার্থীর বয়স মাত্র ২৪ বছর। আর সবচে বয়োজ্যেষ্ঠ প্রার্থীর বয়স ৭২ বছর। দেশটিতে বর্তমান পার্লামেন্ট সদস্যদের গড় বয়স ৬০ বছর। অঁ মার্চের সেক্রেটারি রিচার্ড ফেরার্ড বলেন, রাজনীতির মাঠে জনগণের প্রতিনিধিত্ব ফিরিয়ে আনার জন্যই আমরা কাজ করছি। আর এ কারণেই রাজনীতির বাইরে থেকে আসা ব্যক্তিদের মনোনয়ন দেয়া হচ্ছে। প্রাধান্য দেয়া হয়েছে স্বচ্ছ ভাবমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের। এখনো আরো ১০০টির বেশি আসনে প্রার্থী চূড়ান্ত করা বাকি আছে নতুন এ রাজনৈতিক দলটির। ফরাসি রাজনীতিকদের জন্য অন্য যে কোন দল ছেড়ে এ দলে যোগ দেয়ার রাস্তা খোলা রয়েছে বলেও জানান তিনি। আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নতুন এ দলটি জনগণের কাছ থেকে প্রার্থীতা চায়। ঘোষণা অনুযায়ী, ফরাসি নাগরিকদের যে কেউ প্রার্থী হতে আবেদন করতে পারতেন। প্রায় ১৯ হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ১ হাজার ৭০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। পরে তালিকাভুক্তদের টেলিফোনে সাক্ষাতকার নেয়া হয়। এর ভিত্তিতেই এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।