Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের জন্য বিশ্বমানের জাহাজ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন হজ নীতির অংশ হিসেবে ২০১৮ সালের আগস্ট থেকে ১৫টি বিশ্বমানের জাহাজ আনছে মোদী সরকার। প্রায় পাঁচ হাজার যাত্রী পরিবহনে সক্ষম এসব জাহাজ মুম্বাই থেকে সরাসরি সউদি আরবের জেদ্দায় যাতায়াত করবে বলে জানিয়েছেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। গত  বৃহস্পতিবার রাজধানী দিল্লীতে ওই মন্ত্রী আরো বলেন, হাজীদের জন্য এসব জাহাজে বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকবে এবং জেদ্দায় পৌঁছতে প্রতিটি জাহাজের মাত্র ৩-৪ দিন সময় লাগবে। জানা গেছে, ২০১২ সালের সুপ্রিম কোর্টের আদেশে দেশটির কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে বিমানে যাতায়াতকারী হজ তীর্থযাত্রীদের জন্য বরাদ্দকৃত ভর্তুকি বিলুপ্ত করার কথা বিবেচনা করছে। এর ফলে, গরীব হজযাত্রীরা যাতে কোনো ধরণের অসুবিধায় না পড়েন, তাই আমরা নতুন হজ নীতির অংশ হিসাবে সমুদ্র যাত্রা পুনরুজ্জীবিত করছি বলেও জানান নাকভি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ