মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয় উপেক্ষা করে আসছিল জার্মানি। তবে এর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বার্লিন। দীর্ঘদিন ধরে বার্লিনের শহরতলীতে অবস্থিত দূতাবাসের একটি বর্ধিত অংশ এক হোস্টেলকে ভাড়া দিয়ে আসছে উত্তর কোরিয়া, যা গত বছর নভেম্বরে দেশটির ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার লঙ্ঘন। বাণিজ্যিক উদ্দেশ্যে কূটনৈতিক সম্পত্তি ব্যবহারের বিষয়ে উত্তর কোরিয়াকে নিষেধ করা হয়েছে। ব্রান্ডেনব্যর্গ গেট থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত সিটিহোস্টেল বার্লিন। হোস্টেলটি পর্যটক, বিশেষ করে ছাত্রদের প্রতি রাত ২০ ইউরোরও কম খরচে (২১ দশমিক ৭৫ ডলার) কক্ষ ভাগাভাগি করে থাকার সুবিধা দেয়। হোস্টেল ভবনটি উত্তর কোরিয়ার বার্লিন দূতাবাসের একটি সংযোজন। দূতাবাসটি ঠিক এর পাশেই অবস্থিত এবং দুটি প্লটের মধ্যবর্তী অঞ্চলটুকু একটি নিচু শিকলের বেড়া দিয়ে ঘেরা। ভবন ব্যবহারের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় এবার এ নিয়ে অভিযানে নামছে বার্লিন। ওয়াল স্ট্রিট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।