Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে নারী ব্যবসায়ী খুন

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ৬০০ পরিবারের নিখোঁজ থাকা মানুষদের অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া মেক্সিকোর এক নারী ব্যবসায়ী তার নিজ বাড়িতে খুন হয়েছেন। গত বুধবার তামাউলিপাস রাজ্যের সান ফার্নান্দো শহরে মিরিয়াম রদ্রিগেজ মার্টিনেজকে হত্যা করা হয়। স¤প্রতি মেয়ের অপহরণ ও হত্যার তদন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছিলেন মিরিয়াম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হত্যাকাÐের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে দেশটির মানবাধিকার কমিশন। উল্লেখ্য, মানুষের নিখোঁজ হয়ে যাওয়া মেক্সিকোতে এক সাধারণ প্রবণতা হয়ে দাঁড়ায় ২০০৬ সালে সাবেক প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডারন ক্ষমতায় আসার পর। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০০৬ সাল থেকে ২০১২ সালের মধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হন। নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজে সরকারের পর্যাপ্ত সহযোগিতার অভাবে ২০১৪ সাল থেকে মেক্সিকো জুড়ে বহু গ্রুপ গড়ে ওঠে। ফরেনসিক অধ্যায়নের মাধ্যমে গোপন কবরস্থান ও হাড় শনাক্ত করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় গ্রুপের সদস্যদের। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ