মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের নেতৃত্বাধীন প্রশান্ত মহাসাগর এলাকায় একটি ত্রিদেশীয় যৌথ মহড়া বন্ধ করে দেয়া হয়েছে। মহড়ায় ব্যবহৃত একটি অবতরণ জাহাজ অকেজো হয়ে পড়ায় এ যৌথ মহড়া গতকাল শুক্রবার বন্ধ করে দেয়া হয়। যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাপানের সেনাবাহিনী অংশ গ্রহণ করছে। মার্কিন নৌবাহিনীর এক কমান্ডার জানিয়েছেন, এই প্রথম সৈকতে যৌথ হামলা এবং অবতরণের মহড়ার পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগর চালানোর কথা ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অবতরণ জাহাজের দুইটি পাখার একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহড়া আবার কবে শুরু করা হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। অবশ্য মহড়া শুরুর আগে ঘোষণা করা হয়েছিল যে চীনকে সামরিক শক্তি দেখানোর জন্য এর আয়োজন করা হয়েছে। অন্যদিকে চীন এ মহড়াকে ওই অঞ্চলে বহির্শক্তির সামরিক তৎপরতা হিসেবে দেখছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।