Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আমিরাতকে ২০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের কাছে সম্ভাব্য দুইশ’ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসডিএ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে সব মিলিয়ে ১৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ
করা হয়েছে। এছাড়া, ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক কথিত হুমকি এবং দেশটির প্রতিরক্ষা জোরদারে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার হবে বলেও এতে উল্লেখ করা হয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ