Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডালিয়ার প্রথম একক অ্যালবাম স্বপ্নপুরী

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীত পরিচালক সমীরের ফিচারিংয়ে সিডি চয়েজ বাজারে আনছে কণ্ঠশিল্পী ডালিয়া অন্তরার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নপুরী’। মোট ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে ডালিয়ার সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও পুলক। গানগুলো লিখেছেন, কবীর বকুল, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, লুৎফর হাসান, ফিরোজ কবীর ডলার, সজীব শাহারিয়ার, আতিউর রহমান ও মেহেদি। ৪টি গানে সুর করেছেন বেলাল খান, ২টি গানের সুর করেছেন ফিরোজ কবীর ডলার। অন্যান্য গানগুলো সুর করেছেন লুৎফর হাসান, এসকে সমীর, মাসুম আওয়াল ও মেহেদি। সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন এসকে সমীর। অ্যালবামটি প্রসঙ্গে ডালিয়া বলেন, ‘গান গাওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই। অনেক পরে হলেও নিজের অ্যালবাম প্রকাশ করার স্বপ্নটা পূর্ণ হলো। অনেক যতœ নিয়ে গানগুলো গেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।’ সঙ্গীত পরিচালক সমীর বলেন, ‘এটা আমার ফিচারিং এ চতুর্থ অ্যালবাম। আশা করি এই অ্যালবামটির মাধ্যমে শ্রোতাদের আবারও নতুন স্বাদের কিছু গান উপহার দিতে পারব।’ সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, এরই মধ্যে জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। সিডি আকারেও পাওয়া যাচ্ছে সারাদেশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডালিয়ার প্রথম একক অ্যালবাম স্বপ্নপুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ