Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজ বন্দনায় গাভাস্কার

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাবের পর অল্প সময়েই নিজেকে প্রমাণ করেছেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে পেয়ে গেছেন ‘কাটার মাষ্টার’ খেতাবও। আর ‘দ্য ফিজ’ খেতাব পেয়েছিলেন গত আইপিএলে হায়দরাবাদ স্বতীর্থ ডেভিড ওয়ার্নারের কাছ থেকে। দেশ-বিদেশের ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন ঢের। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের কিংবদন্তী সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
স¤প্রতি টেলিভিশন চ্যানেল সনি সিক্সে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে গাভাস্কার আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেন। সেখানে তিনি বলেন, অভিজ্ঞতার কারণে মুস্তাফিজকে দলে নেওয়ার প্রয়োজন ছিল, ‘আমি মনে করি টুর্নামেন্টের এই পর্যায়ে এসে, যখন আপনাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়তে হচ্ছে, তখন দলের সেরা একাদশটাই আপনাকে বেছে নিতে হবে। আমি বলছি না নবী ভালো নয়, কিন্তু আপনার তুলনামূলক বেশি অভিজ্ঞ কাউকেই দলে নেওয়া উচিত। যেটা মুস্তাফিজের আছে।’
আইপিএলের চলমান আসরে মুস্তাফিজ খেলেছেন মাত্র একটি ম্যাচে। কিন্তু পারফরমেন্স ভালো না হওয়ায় জাতীয় দলের সাথে যোগ দেওয়ার আগ পর্যন্ত বাকি ম্যাচগুলো দর্শক হয়েই উপভোগ করতে হয়েছে তাকে। গাভাস্কার তাই জানালেন মুস্তাফিজকে না খেলানোর কারণটাও, ‘হায়দরাবাদের অন্যান্য বিদেশি বোলাররা ভালো করছেন বলেই হয়তো মুস্তাফিজকে খেলায়নি। কারণ, তাদের হাতে ছিলো নতুন বলের তিনজন বোলার। তারা ভেবেছে, এরাই কাজটা করতে পারবে। তাছাড়া তাদের রশিদ খান আছে। এ কারণেই হয়তো ওরা আরেকজন বোলার বেছে নিতে গিয়ে মোহাম্মদ নবীকে বেছে নিয়েছে। রশিদ লেগ স্পিনার, নবী অফ স্পিনার, এতে বৈচিত্র্য আসে বোলিং আক্রমণে।’ -বিডিক্রিকটাইম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ