Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফর অস্ট্রেলিয়ার বিবৃতি

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এ পর্যন্ত কম জল ঘোলা হয়নি। নানান সময়ে নানান টালবাহানা করে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বহুল আলোচিত এই সফর নিয়ে আবারো মুখ খুলেছে অস্ট্রেলিয়া। গতকাল দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সিএ এর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এক বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা কিছু বিষয়ে এখনও আলোচনা করছি। আমরা এখন যেই অবস্থানে আছি সেটাতে আমরা খুবই খুশি। তবে এখনও নিরাপত্তা নিয়ে কিছু ব্যাপারে ঘাটাঘাটি করা বাকি আছে। তবে আমরা এখন পর্যন্ত যা দেখে আসছি সেক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে, সফরটি সময়মত অনুষ্ঠিত হবে।’ -বিডিক্রিকটাইম



 

Show all comments
  • ibrahim islam Emon ১২ মে, ২০১৭, ১১:০৯ এএম says : 0
    অষ্টিলিয়ার চেয়ে বাংলাদেশের নিরাপত্তা অনেক ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ