Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিদির পথে আমির?

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে আবার সাদা পোষাক গায়ে চড়িয়েছেন মোহাম্মাদ আমির। পাকিস্তানের হয়ে এরই মধ্যে খেলেও ফেলেছেন ১৫টি টেস্ট। কিন্তু আগের সেই চেহারায় তাকে দেখা গেছে কমই। মন্দ বলা না গেলেও ফর্মটা ঠিক যেন তার সাথে যেন যায় না। আমির নিজেও তার পারফর্ম্যান্সে সন্তুষ্ট নন। আর এ কারনেই টেস্ট ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছেন পাকিস্তানি বাঁ হাতি পেসার। ওয়ানডে ও টোয়েন্টি-২০ ক্রিকেটে গুরুত্ব দেয়ার তাগিদে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন আমির।
পাকিস্তান গণমাধ্যম সূত্রেই জানা গেছে এমন তথ্য। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা যায় বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর আমির এই সংক্রান্ত বিষয়ে সতীর্থ ও দলীয় ব্যবস্থাপনার সাথে আলোচনাও করেছেন। একটি রিপোর্টে অবশ্য বলা হয়েছে ব্যক্তিগত এইসব আলোচনা কিভাবে সকলের সামনে আসলো এ নিয়ে আমির বেশ হতাশা প্রকাশ করেছেন। সেখানে আরো বলা হয়েছে, এই ধরনের আলোচনা কিভাবে প্রকাশ পেল তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দলীয় ব্যবস্থাপনা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
রিপোর্টের সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্টে ১১ উইকেট দখল করা আমির বিষয়টি নিয়ে সতীর্থ ও সংশ্লিষ্টদের সাথে বেশ স্পষ্টভাবেই আলোচনা করেছেন। তিনি মনে করছেন, টেস্ট ক্রিকেটে আরো বেশী শারিরীক ফিটনেস প্রয়োজন। এই মুহূর্তে তিনি ওয়ানডে ও টি-২০তেই বেশী মনোযোগী হতে চান।
২৫ বছর বয়সী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে ১১ উইকেট দখল করে নিজেকে ভালই প্রমান করেছেন। কিন্তু সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন, বাঁহাতি এই পেসারের বোলিংয়ে আরো উন্নতির প্রয়োজন রয়েছে। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন আমির। এর আগে স্বল্প দৈর্ঘের ক্রিকেটকে গুরুত্ব দিতে টেস্ট ক্যারিয়ার থেকে ২০১০ সালে অবসর নিয়েছিলেন পাকিস্তানী অল রাউন্ডার শহীদ আফ্রিদী। -বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ