Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি টুর্নামেন্টে বড় জয় পেয়েছে কুমিল্লা, বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ও জয়পুরহাট জেলা। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা আসিফুল আলমের ডাবল হ্যাটট্রিকে ১৪-১ গোলে হারায় শরিয়তপুরকে। বিজয়ী দলের আসিফ ছয়, জাবেদ তিন, সাহেদুজ্জামান ও রোকনুজ্জামান দু’টি করে এবং তোফায়েল একটি গোল করেন। শরিয়তপুরের লিমন এক গোল শোধ দেন। দ্বিতীয় ম্যাচ বিকেএসপি ১৩-০ গোলের জয় পায় নাটোরের বিপক্ষে। বিকেএসপির সোহানুর, সারোয়ার মোর্শেদ, আরশাদ ও মহসিন দু’টি করে এবং সজিব, রাজু, খলিলুর, রাজিব ও নাসির হোসেন একটি করে গোল করেন। একই ভেন্যুতে দিনের তৃতীয় ম্যাচে পুলিশ জিয়াউর রহমানের হ্যটট্রিকে ১৮-০ গোলে বিধ্বস্ত করে ফেনী জেলাকে। জিয়ার হ্যাটট্রিকসহ তিন গোল ছাড়াও পুলিশের পক্ষে মাহফুজুর ও সোহেল রানা পাঁচটি করে, রাশেদুল হক তিনটি এবং আমস্ট্রং রানা দু’গোল করেন। চতুর্থ ম্যাচে জয়পুরহাট ৫-০ গোলে জয় পায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। বিজয়ী দলের রাকিব দু’টি এবং ইয়ামিন, ওয়াহেদুল ও লিখন একটি করে গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ