Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন লু পেনের ভাগনি মার্শাল

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে খালার পরাজয়ের পর রাজনীতিই ছেড়ে দিচ্ছেন মারিয়ন মার্শাল লু পেন। মারিয়ন (২৭) বর্তমানে কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) এমপি। তাকেই দলটির ভবিষ্যৎ নেতা মনে করা হতো। বিশ্লেষকরা বলছেন, তিনি তার খালার চেয়েও কট্টরপন্থী হতেন। মারিয়ন এফএনের প্রতিষ্ঠাতা জ্যঁ মারি লু পেনের নাতনি এবং ইয়ান লু পেনের মেয়ে। দলের মধ্যে সবচে পরিচিত মুখ তিনি। তাছাড়া পার্লামেন্টে দলের প্রতিনিধিত্ব করা সর্বসাকুল্যে দুই এমপির একজন তিনি। ফরাসি পত্রিকা লু ফিগারো জানায়, মারিয়ন গত বুধবারই ঘোষণা দেবেন তিন আর আসছে জুনের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন না। একই সাথে তিনি আল্পস কুত দ্যজুর প্রদেশের পার্টি প্রধানের দায়িত্বও ছেড়ে দেবেন। পত্রিকাটি জানায়, মারিয়ন এখন রাজনীতির বাইরে থেকে তার একমাত্র শিশুকন্যাকে সময় দিতে চান। দলের পক্ষ থেকে অবশ্য এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে দলীয় দফতর সূত্রে জানা যায়, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয়। গত রোববারের  নির্বাচনে ইমানুয়েল ম্যাকরন ৬৬ শতাংশ ভোট পেয়ে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বী মারিন লু পেন পেয়েছেন মাত্র ৩৪ শতাংশ ভোট, যিনি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোর বিরোধী। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ