Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেন থেকে ৯ হাজার কর্মী সরাবে বৈশ্বিক ব্যাংকগুলো

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে আগামী দুই বছরে ব্রিটেন থেকে প্রায় নয় হাজার কর্মী সরানোর পরিকল্পনা করছে গোল্ডম্যান স্যাকস, স্ট্যান্ডার্ড চার্টার্ড, জেপি মরগান, সিটি গ্রুপ, ডয়েচে ব্যাংকসহ লন্ডনে অবস্থানরত ১৩টি বৈশ্বিক ব্যাংক। ব্যাংকগুলোর পক্ষ থেকে দেয়া বিবৃতি ও তথ্যে আর্থিক খাতে কর্মরতদের সরিয়ে নেয়ার পরিকল্পনা চূড়ান্তকরণের আভাস পাওয়া যাচ্ছে।  আন্তর্জাতিক ব্যাংকগুলো সাধারণত অর্থনৈতিক প্রাণকেন্দ্র লন্ডনে বসে গোটা ইউরোপের কার্যক্রম পরিচালনা করে। তবে ব্রেক্সিটের কারণে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর হলে জোটের অভিন্ন বাজারে প্রবেশাধিকার হারাবে ব্রিটেন। এ কারণেই ইউরোপের বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখতে লন্ডনের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্যাংকগুলো। কার্যক্রম ও কর্মী বাহিনী একেবারে অন্যত্র সরিয়ে না নিলেও ২০১৯ সাল নাগাদ জোটভুক্ত অন্য কোনো দেশে কার্যালয় ও কিছু সংখ্যক কর্মী স্থানান্তর করবে ব্যাংকগুলো। লন্ডনের বিকল্প হিসেবে ব্যাংকগুলোর পছন্দ তালিকার শীর্ষে রয়েছে ফ্রাংকফুর্ট ও ডাবলিন। ১৩টির মধ্যে ছয়টি ব্যাংক ফ্রাংকফুর্ট ও তিনটি ব্যাংক ডাবলিনকে পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে ডয়েচে ব্যাংক চার হাজার কর্মী ফ্রাংকফুর্টে ও কয়েকশ কর্মী ইউরোপের তিনটি শহরে স্থানান্তরের কথা ভাবছে জেপি মরগান। তবে এসব পরিকল্পনার একটিও এখনো বাস্তবায়ন হয়নি।  রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ