Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মিসবাহ-ইউনিসের বিদায়ী ম্যাচ

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরুর আগে এক সপ্তাহের ব্যবধানে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অধিনায়ক মিসবাহ-উল হক ও ইউনিস খান। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে ইতি টানবেন তারা। সেই হিসেবে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান। আজ থেকেই ডমিনিকায় শুরু হচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজ বর্তমান ১-১ সমতায়। পাকিস্তান নিশ্চয় চাইবে জয় দিয়েই মিসবাহ-ইউনিসের বিদায়টা রাঙ্গিয়ে রাখতে।
দলের খেলোয়াড়দের কথাতেও মিললো সেই আভাস। দলের ভাবী অধিনায়ক ও ওপেনার আজহার আলী বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটে দু’জনের অবদান অনেক। তাই জয় উপহার দিয়ে তাদের বিদায় দিতে চাই আমরা।’ একই সুরে কথা বলেন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজও, ‘সকলেই চায় ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে। মিসবাহ-ইউনিসও যে তাই-ই চাইছেন, এতে কোন সন্দেহ নেই। তাই আমাদের উচিত হবে সেরা পারফরমেন্স প্রদর্শন করে ম্যাচ জয়ের মধ্য দিয়ে তাদের বিদায় জানানো।’
শুধু পাকিস্তান দলই নয়, দলের সাবেক খেলোয়াড়রাও চাইছেন মিসবাহ-ইউনিসের জন্য সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতুক। সাবেক নির্বাচক ও স্পিন বোলার ইকবাল কাশিম বললেন তেমনটাই, ‘এ টেস্টটি মিসবাহ-ইউনিসের। এ ম্যাচে সকলের সেরাটা দেয়া উচিত। যারা বছরের পর বছর দেশকে এতকিছু দিয়েছে, তাদের বিদায়ী ম্যাচে জয় পাওয়া উচিত পাকিস্তানের। আমি মনে করি, শেষ টেস্ট জয়ের সামর্থ্য আছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ফেভারিট দল পাকিস্তান।’
তবে সিরিজের শেষ ম্যাচটা নিজের জন্য নয়, দলের জন্য জিততে চান পাকিস্তান অধিনায়ক মিসবাহ, ‘এ ম্যাচটি অন্যান্য সকল টেস্টের মতই। হ্যাঁ, কিছুটা আবেগ তো অনুভব করছিই। তবে অন্যান্য ম্যাচের মত এটিতেও জয় চাই আমরা। এই ম্যাচটি জিততে পারলে, সিরিজও নিজেদের করতে পারবো। তাই সবকিছুর উর্ধ্বে দেশের কথা চিস্তা করেই খেলতে নামবো আমরা।’
দুই গ্রেটের বিদায়ী টেস্ট সিরিজের শুরুটা ৭ উইকেটের বিশাল জয় দিয়ে করেছিল পাকিস্তান । তবে পরের ম্যাচে দুর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১৮৮ রানের সংগ্রহ নিয়েও পাকিস্তানকে তারা গুটিয়ে দেয় মাত্র ৮১ রানে। ১০৬ রানের জয়ে সিরিজে ফেরে ক্যারিবীয়রা।
সিরিজে সমতা আনতে পেরে বেশ ফুরফুরে মেজাজে স্বাগতিকরা। সিরিজ জয়ের লক্ষ্য তাদেরও। অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমরা আমাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। দুর্দান্ত জয়ে সিরিজে সমতা আনতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য সিরিজ জয়।- বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ