নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং। সদ্য ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া দলে পরিবর্তন এই একটিই। অ্যান্ডি ম্যাকব্রিনের জায়গায় দলে ডাক পেয়েছেন সিমি। পাঞ্জাবে জন্ম নেওয়া এই অলরাউন্ডার আইরিশদের হয়ে ‘এ’ দলে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
সিমি আইরিশ নাগরিকত্ব পান গত মাসেই। আয়ারল্যান্ড ও ঘরোয়া দলের হয়ে আলো ছড়ানোতেই ভাগ্য খুলে যায় ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের। একই সঙ্গে কোচিংয়েও যুক্ত ছিলেন তিনি। দলে সুযোগ পেয়ে সিমি নিজের উচ্ছ¡াস প্রকাশ করেন এভাবে, ‘আমি সত্যিই অভিভূত। সামনের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি।’ তিনি বলেন, ‘আমি যখন ছোট অবস্থায় আয়ারল্যান্ডে আসি, তখন থেকেই ইচ্ছা পোষন করে আসছি জাতীয় দলের খেলার ব্যাপারে। এটি আমার জন্য অনেক বড় সম্মানের। দলে সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত ও সম্মানিত বোধ করছি।’
তাকে দলে পেয়ে খুশি আয়ারল্যান্ড কোচ ব্রেসওয়েলও, ‘তার ব্যাট-বলে নৈপুণ্য দেখে আমি অভিভূত। ও আসলেই প্রতিভাবান। সব কিছুতে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য ওর আছে।’ ব্রেসওয়েল আরও বলেন, ‘সে একজন বুদ্ধিমান খেলোয়াড় যে কিনা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে। তার ভালো টেকনিক রয়েছে এবং স্কোর করতে পারে। তার বোলিংয়ে লাইন-লেন্থ ভাল এবং বেচিত্রও আছে। পীচ থেকে ভালোভাবে সুবিধা নিতে পারে ও, বাউন্স দিতে পারে এবং সুইংও আদায় করে নিতে পারে।’
আগামী ১২ মে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে স্বাগতিক আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবার্নি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট টম্পসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।