মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৪ সালে ফ্লিনকে ডিফেন্স ইন্টেলিজেন্স কমিটির প্রধানের পদ থেকে অপসারণ করেছিল ওবামা প্রশাসন
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামার সতর্কতাকে উপেক্ষা করেই ফ্লিনকে নিয়োগ দেন ট্রাম্প। গত বছরের নভেম্বরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়ার ব্যাপারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন। গত সোমবার হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে ওভাল অফিসে এক সাক্ষাতে ট্রাম্পকে ফ্লিনের ব্যাপারে সতর্ক করেছিলেন ওবামা। কিন্তু ওবামার সে পরামর্শ উপেক্ষা করে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল ফ্লিনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি স্পর্শকাতর পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প। তবে তাকে নিয়োগ দেয়ার ব্যাপারে ওবামা যখন ট্রাম্পকে সতর্ক করেন তখনও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের গোপন বৈঠকের বিষয়টি প্রকাশিত হয়নি। গত ফেব্রæয়ারিতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করার এবং সেই আলাপের ব্যাপারে ভাইস প্রেসিডেন্টকে ভুল তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ার পর ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প। ২০১৪ সালে ফ্লিনকে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স কমিটির প্রধানের পদ থেকে অপসারণ করেছিল ওবামা প্রশাসন। উল্লেখ্য, ২০১৬ সালে তিনি ট্রাম্পের নির্বাচনী শিবিরে যোগ দেন। তখন থেকেই প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচকে পরিণত হয়েছিলেন ফ্লিন। প্রশাসনিক পদে মাইকেল ফ্লিনের নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগাম সতর্ক করে দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ট্রাম্প ওবামার পরামর্শ উপেক্ষা করে ফ্লিনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেন। পরে রুশ সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসের মাথায় পদত্যাগে বাধ্য হন ফ্লিন। তিনি মার্কিন ইতিহাসে সবচে কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ এ পদে ছিলেন। প্রসঙ্গত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করছে দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই ও মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটি। চলমান তদন্তে ওবামার সতর্কতার তথ্য নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি, রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।